অনলাইন ডেস্ক :
দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলা সাবিনা খাতুন আবার মাতাবেন মালদ্বীপের মাঠ। আগামী ২০ নভেম্বর মালদ্বীপের ঘরোয়া নারী ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে খেলতে সাবিনা যাচ্ছেন দ্বীপ দেশটিতে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সাবিনা মালদ্বীপ যাচ্ছে। এটি হবে সাবিনার চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলা। ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে (পুলিশ)। এরপর ২০১৬ সালে দুইবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। চতুর্থবার মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে সাবিনা খাতুন জাগো নিউজকে বলেছেন, ‘২০ নভেম্বর ওদের টুর্নামেন্ট শুরু হবে। আমাকে ১২ নভেম্বরের মধ্যে যেতে বলেছে।’ সাবিনা মালদ্বীপের ক্লাবে ৩ বার খেলার পাশাপাশি ভারতের ক্লাবেও খেলেছেন। ২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ভারতের নারী ফুটবল লিগে। করেছিলেন ৬ গোল। চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলতে গিয়ে আগের মতোই গোল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের অধিনায়ক, ‘আমি যখন যে দলেই খেলি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এবারও সেই প্রচেষ্টা থাকবে, যাতে বেশি গোল করে দলকে জেতাতে পারি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা