November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 27th, 2023, 8:40 pm

আবাহনীর জয়ে শুরু, শেখ রাসেল ও ব্রাদার্সের হোঁচট

অনলাইন ডেস্ক :

মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের শুরুটা হয়নি ভালো। সুযোগ নষ্টের মাশুল দিয়ে ড্র করেছে শেখ রাসেল আর ব্রাদার্স হেরেই গেছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ বিমানবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। নাবিব নেওয়াজ জীবন আকাশি-নীল জার্সিধারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিউল হাসান। বিমানবাহিনীর রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে পেনাল্টি আদায় করে নেয় আবাহনী। ঝাঁপিয়ে জীবনের স্পট কিক আটকাতে পারেননি গোলরক্ষক। ৩৬তম মিনিটে রবিউলের গোলে চালকের আসনে বসে দলটি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়াতে না পারলেও আবাহনী কোচ হিসেবে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির শুরুরটা হলো প্রত্যাশিত জয় দিয়ে। মারিও লেমোসকে বিদায় করে এ মৌসুমেই আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানির হাতে দলের দায়িত্ব তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় গত আসরের রানার্সআপ শেখ রাসেলকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত শেখ রাসেল। সুজন বিশ্বাসের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে সুলেমানি ল্যান্ড্রির নেওয়া শট আটকান গোলরক্ষক মোহাম্মদ নাঈম।

৭৯তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি ল্যান্ড্রি। তাতে ২০১৩ সালের চ্যাম্পিয়নদের শুরুটা হয় পয়েন্ট হারানোর হতাশা দিয়ে। কয়েক মৌসুম ধরে সাদামাটা ব্রাদার্সের শুরুটা হয়েছে হারের বিষাদে। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা। ২৩তম মিনিটে মানাস কারিপভ পুলিশকে এগিয়ে নেওয়ার পর ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড এদিস গার্সিয়া।