November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 9:21 pm

আবেগঘন বিদায় নিলেন চট্টগ্রাম কোচ পল নিক্সন

অনলাইন ডেস্ক :

আবেগঘন পরিবেশে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবারের কাছ থেকে বিদায় নিলেন প্রধান কোচ পল নিক্সন। শনিবার শিষ্য, সহকর্মী, দলের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় বলেছেন কাউন্টি দল লেস্টারশায়ারের হেড কোচ। লেস্টারশায়ারের জরুরি ডাকে সাড়া দিয়ে তাকে ফিরে যেতে হচ্ছে। যাওয়ার আগে দল ও সংশ্লিষ্টদের শুভ কামনা জানান ৫১ বছর বয়সী নিক্সন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবারের সদস্যরাও কোচকে শুভকামনা জানিয়েছেন। বিদায় বেলায় চ্যালেঞ্জার্স পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পল নিক্সন বলেছেন, ‘দায়িত্বটা এমনভাবে পালন করা উচিত যে, দল একটা কম্পানি। এখানে আসতে দেয়ার জন্য, অনেক মানুষের সাথে মেশার সুযোগ করে দেয়ার জন্য লেস্টারশায়ারকে ধন্যবাদ। আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো, চট্টগ্রাম, চ্যালেঞ্জার্স পরিবারটা ছিল দুর্দান্ত। চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে এ দলে। কর্মকর্তারাও দারুণ। ‘নেতৃত্ব হারানো মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘পল নিক্সন খুব ইতিবাচক মানুষ। প্রতিটি খেলোয়াড়কে ইতিবাচক ভাবে বুঝিয়ে কিভাবে আরও ভাল খেলানো যায়- সে চেষ্টাই করেছেন। একাদশে থাকা খেলোয়াড়দের মতো একাদশের বাইরের সবাইকে সমান মূল্যায়ন করেন এ কোচ। আমরা এ কোচকে মিস করব। ‘কোচের উদ্দেশ্যে অল-রাউন্ডার তথা চট্টগ্রামের নতুন অধিনায়ক নাঈম ইসলাম বলেছেন, ‘বিগ হিটিংয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে। যে প্রক্রিয়ায় আপনি আমাদের বিগ হিটিং শিখিয়েছেন, তা ছিল দারুণ। আরও কিছুদিন থাকতে পারলে আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারতাম।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম বলেছেন, ‘ইতিবাচক দিক হচ্ছে, শারীরিকভাবে না থেকেও পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেই থাকবেন। এ কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সে পরিকল্পনামাফিকই সবকিছু করতে হবে। দলের সাথে কোচের দায়িত্ব পালন করবেন শট টেইট। ‘