November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 6th, 2024, 3:37 pm

আমরা একসময় চাঁদে যাব, এখন থেকে প্রস্তুতি নিতে হবে: শিশুদেরকে প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

চাঁদ জয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে দেশের শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা একসময় চাঁদেও যাব। তাই সবাইকেই এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে।’

শনিবার (৬ জুলাই) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একই আয়োজনে তিনি ১৯১২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেছেন, কারণ তারাই একদিন প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিজ্ঞানী ও দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব হতে পারে।

তিনি বলেন, ‘মহৎ মানুষ হওয়ার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা কর। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তোমরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। তোমরাই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিজ্ঞানী হবে এবং বড় বড় জায়গায় যাবে ও গবেষণা করবে।’

প্রধানমন্ত্রী বলেন, তার দোয়া ও আশীর্বাদ শিশুদের জন্য থাকবে। কারণ তারা তাদের চেষ্টায় সফলতা অর্জন করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা বলেন, তার বাবা শিশুদের একটি সুন্দর জীবন দিতে চেয়েছিলেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা দেশের ইতিহাস নিয়ে নির্মিত ছবিগুলোর অ্যালবাম সম্পর্কে তিনি বলেন, এটি তাদের দেশের ইতিহাস জানতে সহায়তা করবে।

তিনি বলেন, তার বাবা কখনোই তার জীবনের জন্য কোনো বিলাসিতা পছন্দ করতেন না, বরং তিনি জনগণকে উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করা বেছে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘তার (বঙ্গবন্ধুর) একটিই লক্ষ্য ছিল, তা হলো জনগণকে দারিদ্র্যমুক্ত করে উন্নত জীবন দেওয়া।’

—-ইউএনবি