November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 14th, 2024, 8:03 pm

আমরা সবাই হামলার তীব্র নিন্দা জানাই : বাইডেন

অনলাইন ডেস্ক :

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুকধারীর হামলার পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আশা করছি, তিনি (ট্রাম্প) এখন ভালো আছেন। আমি তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি।’ খবর আলজাজিরার। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘দেখুন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ মানসিকতার পরিচয়। আমরা এ দেশকে ঐক্যবদ্ধ রাখব। আমরা কখনও হিংসাকে স্থান নিতে দেব না। আমি সিক্রেট সার্ভিসসহ, সব সংস্থা ও অঙ্গরাজ্যের সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই। তারা সমাবেশে আগত লোকদের হেফাজত করেছেন।

আপনাদের কাছে ঘটনার পুরো বর্ণনা খুব শিগগির দেওয়া হবে।’ জো বাইডেন বলেন, ‘মূল কথা হলো, ট্রাম্প তার নির্বাচনি সমাবেশ কোনো সমস্যা ছাড়া শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করবেন, এমনই কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কথা আমি কখনও শুনিনি। আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই।’ প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি (ট্রাম্প) ভালো আছেন। সেখানে কী ঘটেছে, আমরা বিস্তারিত ও চূড়ান্ত প্রতিবেদন আসার পর জানাব। ধন্যবাদ সবাইকে। তার সঙ্গে আবারও কথা বলতে পারলে আপনাদের জানানো হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘আমি এখনও পুরো ঘটনা সর্ম্পকে জানি না। আমার মতামত আছে, তবে কোনো প্রমাণ নেই। আমি আর কোনো মন্তব্য করার আগে সব প্রমাণ নিশ্চিত হয়ে মন্তব্য করব।’