অনলাইন ডেস্ক :
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের প্রথম ম্যাচের একাদশে জায়গা পেয়েই ইতিহাসে নাম উঠে গেল আয়ান খানের। সবচেয়ে কম বয়সে এই সংস্করণের বিশ্বকাপে খেলার রেকর্ড গড়লেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। তিনি পেছনে ফেললেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। ভিক্টোরিয়ার জিলংয়ে আসরের প্রথম দিন রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেয়ে এই কীর্তি গড়েন আয়ান। এ দিন তার বয়স ১৬ বছর ৩৩৫ দিন। ১৭ বছরের নিচে বিশ্বকাপে খেলতে পারেননি আর কেউ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ আসরে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমে আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার আমির। আয়ানের জন্ম ভারতের গোয়ায়। ছোট বেলায় বাবার হাত ধরে পাড়ি জমান আমিরাতে। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে নজর কাড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় গত মাসে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দুবাইয়ে দুই ম্যাচের সিরিজে তিনি উইকেট নেন ৩টি। এবার বিশ্ব মঞ্চে সুযোগ পেয়ে গড়লেন রেকর্ড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা