November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:15 pm

আমি পদত্যাগ করছি না: ডিপজল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুণ বসবেন, তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ আজ সোমবার শুনানির দিন ধার্য করেছেন। এদিকে নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত রোজিনা পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এরইমধ্যে একই প্যানেলের সহ-সভাপতি পদ থেকে চিত্রনায়ক রুবেল পদত্যাগ করবেন বলে জানা গেছে। অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জন চলচ্চিত্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’ ডিপজল বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না।একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসঙ্গে আছে। তারা আমাকে ও অন্যান্যের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’