November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 8:19 pm

আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম

অনলাইন ডেস্ক :

ওয়ানডেতে ১৮টি সেঞ্চুরি আগেই করে ফেলেছেন বাবর আজম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার অন্য এক সেঞ্চুরি পূরণ হলো তার। এই সংস্করণে নিজের শততম ইনিংসটি খেললেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। আগেই বেশ কিছু রেকর্ড গড়ে ফেলা ব্যাটসম্যানের নাম উঠে গেল আরও একটি রেকর্ডে। শততম ইনিংসে ৫৩ রান করার পর বাবরের ক্যারিয়ার রান ৫ হাজার ১৪২। ১০০ ইনিংস শেষে ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। বাবরের রেকর্ডটি অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আনুষ্ঠানিকভাবে রেকর্ডে নাম তোলার জন্য স্রেফ তার ১০০ ইনিংস খেলার অপেক্ষা ছিল।

আগের রেকর্ডটি যার ছিল, তাকে তো বেশ আগেই ছাড়িয়ে গেছেন তিনি! আগের কীর্তিটি ছিল হাশিম আমলার। ১০০ ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার স্টাইলিশ ব্যাটসম্যানের রান ছিল ৪ হাজার ৯৪৬। ১০০ ইনিংস খেলেই ৫ হাজারের দেখা পাওয়া ওয়ানডে ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান তাই বাবরই। বাবরের আগে আমলা রেকর্ডটি গড়ার সময় ভেঙেছিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। ক্যারিবিয়ান এই কিংবদন্তির রান ছিল শততম ইনিংস শেষে ৪ হাজার ৬০৭। এছাড়া ১০০ ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের রান ছিল ৪ হাজার ৪৩৬ এবং ইংল্যান্ডের জো রুটের রান ছিল ৪ হাজার ৪২৮। বাবরের কীর্তির এই ম্যাচেই ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।

ওয়ানডে ক্রিকেটে যা তার পঞ্চম সেঞ্চুরি। আফগান এই ওপেনার ৫ সেঞ্চুরি করে ফেললেন ২৩ ইনিংস খেলেই। দ্রুততম ৫ সেঞ্চুরির তালিকায় ওয়ানডেতে ইতিহাসে তিনি আছেন দুইয়ে। সবচেয়ে কম ইনিংস খেলে ৫ সেঞ্চুরির কীর্তি যৌথভাবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হকের। দুজনেরই লেগেছিল স্রেফ ১৯ ইনিংস। এছাড়া ৫ সেঞ্চুরি করতে বাবর আজমের লেগেছিল ২৫ ইনিংস, ভারতের শিখার ধাওয়ান ও শ্রীলঙ্কার উপুল থারাঙ্গার ২৮ ইনিংস ও হাশিম আমলার লেগেছিল ৩০ ইনিংস।