সিনহুয়া, নয়াদিল্লি :
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, আরও এক ধাপ সফলভাবে এগিয়ে গেল চন্দ্রযান-৩।
বুধবার (১৬ আগস্ট) ইসরোর দেওয়া খবর অনুসারে, আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। এ ছাড়া পরিকল্পনা অনুযায়ী ১৫৩ কিলোমিটার x ১৬৩ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।
ইসরো আরও জানিয়েছে, এবার প্রোপালশন চন্দ্রযান-৩ এর মডিউল এবং ল্যান্ডার মডিউল আলাদা হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (১৭ অগাস্ট) প্রোপালশন মডিউল থেকে পৃথক হয়ে যাবে ল্যান্ডার মডিউল।
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং আশাবাদ ব্যক্ত করেন, ভারতের চন্দ্রযান-৩ পানির উপস্থিতির আরও কিছু প্রমাণ পেতে পারে। যা চন্দ্র পৃষ্ঠে মানুষের বাসস্থানের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২