November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 17th, 2024, 9:19 pm

আরসার ‘অপরাধীদের’ বিরুদ্ধে অভিযান অব্যাহত: র‌্যাব

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান শুরু করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করেন তিনি।

কমান্ডার আরাফাত আরও জানান, ‘আমরা বেশ কয়েকটি অভিযান চালিয়ে ১১০ জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছি।’

এছাড়া বৃহস্পতিবার কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আস্তানায়’ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই রোহিঙ্গাকে আটক করে র‌্যাব।

তারা হলেন- আরসার চিফ কো-অর্ডিনেটর ও কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) ও তার সহযোগী রিয়াজ (২৭)। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক।

এআরএসএর কার্যক্রম ঠেকাতে তারা স্থানীয় থানা ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলে জানান আরাফাত।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর নজর রাখছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

—–ইউএনবি