November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 7:51 pm

আরো এগিয়ে নাপোলি, শীর্ষ চারের কাছাকাছি ইন্টার

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ান তরুন স্ট্রাইকার ভিক্টর ওশিমেনের হ্যাটট্রিকে শনিবার সিরি-এ লিগে সাসৌলোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের থেকে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থানটি শক্তিশালী করেছে নাপোলি। আরেক ম্যাচে ইন-ফর্ম ইন্টার মিলান ৩-০ গোলে সাম্পদোরিয়াকে পরাজিত করে শীর্ষ চারের আরো কাছে উঠে এসেছে ইন্টার মিলান। নেপলসে ওশিমেন প্রথম ১৯ মিনিটে দুই গোল করে স্বাগতিক নাপোলিকে এগিয়ে দেন। ম্যাচ শেষের ১৩ মিনিটে আগে হ্যাটট্রিক পূরন করেন। মাঝে ৩৬ মিনিটে জর্জিয়ান এ্যাটাকার কাভিচা কাভারাশখেইলা দলের হয়ে তৃতীয় গোল করলে বড় জয়েল আভাষ দিয়েছিল নাপোলি। এই জয়ে লুসিয়ানো স্পালেত্তির দল জয়ের ক্লাব রেকর্ড ১৩ ম্যাচে উন্নীত করলো। উরুর ইনজুরি কাটিয়ে প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকার পর দলে ফিরেই দূরন্ত ফর্মে রয়েছেন ২৩ বছর বয়সী ওশিমেন। সিরি-এ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ চার ম্যাচে তিনি ৬ গোল করেছেন। শনিবার আরো একটি দূরন্ত পারফরমেন্সের মাধ্যমে আট লিগ ম্যাচে গোলসংখ্যা সাত’এ নিয়ে গেছেন ওশিমেন। ইটালিয়ান লিগে বোলেনিয়ার মার্কো অরনাটোভিচের সাথে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে এখন তিনি শীর্ষে রয়েছেন। কাল ম্যাচ শেষে ওশিমেন বলেছেন, ‘আমি শুধুমাত্র ধারাবাহিকতা বজায় রেখে খেলার চেষ্টা করছি। প্রতি ম্যাচেই আমি দলকে সহযোগিতা করতে চাই। আমি বিশ্বাস করি এবারের মৌসুমে কোচ আমাকে যথেষ্ঠ আত্মবিশ্বাস যুগিয়েছে। তার অধীনে কাজ করতে পেরে আমি দারুন খুশী।’ ওশিমেনের প্রথম দুই গোলের যোগানদাতা ছিলেন কাভারাশখেইলা। ম্যাচ শেষে ক্লাবের কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ৬২তম জন্মদিন পালন করা হয়। এবারের গ্রীষ্মে নাপোলিতে আসার জর্জিয়ান ক্লাব ডিনামো বাতুমির থেকে আসার পর কাভারাশখেইলা আট গোল করা ছাড়াও আটটি এ্যাসিস্ট করেছেন। এখনো অপরাজিত থাকা নাপোলি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট ৫০ গোল করেছে। ইতালির সর্ববৃহৎ ফুটবল পাগল এই শহরটি ৩২ বছর ধরে লিগ শিরোপা জয়ের আশায় রয়েছে। পারফরমেন্স বিচাওে এবার যে তারা সেই স্বপ্ন পূরনে দৃঢ় প্রত্যয়ী তা বলাই যায়। সাম্পদোরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। বুধবার ভিক্টোরিয়া প্লাজেনকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে মিলান। আর এখন বড় জয়ে লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে সিমোনে ইনজাগির দল। তৃতীয় স্থানে থাকা ল্যাজিও ও আটালান্টার সাথে সমান ২৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে ইন্টার। সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। সান সিরোতে ২০ মিনিটে স্টিফেন ডি ভ্রিজের হেডে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার। ৪৪ মিনিটে নিকোলো বারেলার গোলে ব্যবধান দ্বিগুন হয়। ৭৩ মিনিটে জোয়াকুইন কোরেয়ার দুরপাল্লার শটে ইন্টারের বড় জয় নিশ্চিত হয়। নিকোলে ফাগিওলির একমাত্র গোলে লিসকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ধুকতে থাকা জুভেন্টাস। ৭৩ মিনিটে সিরি-এ লিগে ক্যারিয়ারের প্রথম গোল জুভেন্টাসকে জয় উপহার দেন ফাগিওলি। এই জয়ে নাপোলির থেকে ১০ পয়েন্ট পিচিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে জুভেন্টাস।