March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 8:05 pm

আর্জেন্টাইন গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ মেসি

অনলাইন ডেস্ক :

বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং লাওতারো মার্টিনেজ। আর প্রতিপক্ষের আক্রমণের সামনে গোলপোস্ট আগলে রেখেছেন এমিলিয়ানো মার্টিনেস। ম্যাচ শেষে অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ হলেন লিওনেল মেসি। মার্টিনেজকে তিনি বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের উপাধিও দিয়েছেন। ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের দুটি দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেছেন মার্টিনেজ। আর মাসকয়েক আগে কোপা আমেরিকার সেমিফাইনালে মার্টিনেজ কী করেছিলেন, তা নিশ্চয়ই সবার মনে আছে। কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে তিনি তিন তিনটি পেনাল্টি শ্যুটআউট রুখে দিয়েছিলেন! যা অকল্পনীয় ব্যাপার। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে শিরোপা জয়ের পেছনেও গোলপোস্টের অতন্দ্র প্রহরী মার্টিনেজের অবদান অনেক। ২৯ বছর বয়সী মার্টিনেজ ১০ বছর আর্সেনালে কাটিয়েছেন। তাকে ধারে বিভিন্ন ক্লাবে পাঠিয়েছে তার ক্লাব। রোববার রাতের ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করে মেসি বলেন, ‘মার্টিনেস আমাদের জন্য অপরিহার্য। তারা (প্রতিপক্ষ) যখন তার (মার্টিনেজ) দিকে তেড়ে যেতে থাকে সে সবসময় রুখে দাঁড়ায়। সে গোলকিপার হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা বিশ্বের অন্যতম সেরা গোলকিপারকে দলে পেয়েছি।