অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর খেলছেন। এবার সেই সূত্রেই আর্জেন্টিনা ফুটবলের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হলো তার। তাপিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সোল দে মায়োতে থাকার সুবাদে আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হয়েছে বর্তমানে এই অধিনায়কের। বেশ কয়েকদিন আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি তোলেন জামাল ভূঁইয়া। তবে সভাপতি তাপিয়া সেসব ছবি সঙ্গে সঙ্গেই সামনে আনেননি।
কিছুদিন অপেক্ষার পর সভাপতি ক্লাদিও তাপিয়া ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের ভেরিফাইড আইডিতে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’ ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের এই অধিনায়ক।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২