অনলাইন ডেস্ক :
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় এক লাখ ৩২ হাজার দর্শক উপস্থিত ছিল। তবে এর বেশির ভাগ সমর্থকই ছিল ভারতের। ভিসা জটিলতায় ভারতে যাওয়া হয়নি পাকিস্তান সমর্থকদের। মহারণের ম্যাচের পুরোটা জুড়েই তাই গ্যালারির সমর্থন পেয়েছে ভারত। এমন আবহ দেখে ম্যাচ শেষে পাকিস্তান দলের টিম ডিরেক্টর মিকি আর্থার কিছুটা মনঃক্ষুণ্ণ হন। ম্যাচ শেষে তিনি জানান, তাঁর কাছে এটা আইসিসি নয়, বিসিসিআইয়ের ইভেন্ট মনে হয়েছে। গত সোমবার মুম্বাইয়ে নানা প্রসঙ্গে আর্থারের বিষয়টিও আইসিসি প্রধান গ্রেগ বার্কলের সামনে তোলা হয়। জবাবে আইসিসি ইভেন্টের সমালোচনার বিষয়টি স্বীকার করে নিয়ে গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন মহল থেকে সব সময়ই সমালোচনা হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরো ভালো করার চেষ্টা করব।’
ভারত বিশ্বকাপে এবার শুরু থেকেই চলছে দর্শক-খরা। হাতে গোনা দু-একটা ম্যাচ বাদ দিলে প্রায় ফাঁকা গ্যালারিতেই হচ্ছে বেশির ভাগ ম্যাচ। তবে এখনই হতাশ হওয়ার পক্ষে নন আইসিসি প্রধান গ্রেগ বার্কলে, ‘ইভেন্টটা কেবল শুরু হয়েছে। দেখা যাক, পুরো টুর্নামেন্টটা কেমন হয়। টুর্নামেন্ট শেষে আমরা পর্যালোচনা করব, দেখব বিশ্বকাপগুলো আর ক্রিকেটের অন্যান্য সুবিধার উন্নতি কিভাবে করা যায়।’ শেষে গ্রেগ বার্কলে অবশ্য যত সময় যাবে বিশ্বকাপ জমজমাট হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বলেন, ‘আমার বিশ্বাস, এটা অসাধারণ একটা বিশ্বকাপ হবে।’
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২