November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 27th, 2024, 8:39 pm

আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন

অনলাইন ডেস্ক :

পবিত্র রমাজন মাসের আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। বিশ্বে তৃতীয় হলেও এটি আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। স্থানীয় সময় সোমবার মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে। খবর আল জাজিরা’র। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আলজেরিয়ায় ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদটি। স্থানীয়ভাবে সেটি পরিচিত ‘জমা এল-জাজির’ মসজিদ নামে। মসজিদটির মিনারের উচ্চতা ৮৬৯ ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি। আকারের দিক দিয়ে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও পবিত্র মদিনার মসজিদে নববির পরই জমা এল-জাজিরের অবস্থান। একসঙ্গে সেখানে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

প্রায় ৭০ একর জমিতে ৭ বছরের বেশি সময় ধরে নির্মাণ করা হয়েছে মসজিদটি। মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে। এতে রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি ডলার। চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত এ মসজিদে রাখা হয়েছে একটি হেলিপ্যাড। রয়েছে সর্বোচ্চ ১০ লাখ বইয়ের ধারণক্ষমতার একটি গ্রন্থাগারও। মসজিদটির উদ্বোধন শুধুই আনুষ্ঠানিকতা ছিল। প্রায় পাঁচ বছর ধরে সেটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে।

২০২০ সালের অক্টোবরে প্রার্থনার জন্য প্রথম মসজিদটি খুলে দেয়া হয়। তবে করোনায় আক্রান্ত থাকায় সে সময় উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে। এই মসজিদের নির্মাণকাজ বারবার বিলম্বের মুখে পড়েছে। নির্মাণের ব্যয়ও বেড়েছে কয়েক দফায়। মসজিদটি ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকায় নির্মাণ করা হয়েছে বলেও সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে আলজেরিয়া সরকার।