April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 8:07 pm

আলাদা অধিনায়ক বেছে নিয়েছে উইন্ডিজ

অনলাইন ডেস্ক :

সাদা বলের দুই সংস্করণের জন্য আলাদা অধিনায়ক বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন শেই হোপ। টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। এই দুজনকে দায়িত্ব দেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শুরু হবে তাদের নতুন পথচলা। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর সীমিত ওভারের দলের নেতৃত্ব ছাড়েন নিকোলাস পুরান। তার নেতৃত্বে ওয়ানডের সহ-অধিনায়ক ছিলেন হোপ, টি-টোয়েন্টিতে পাওয়েল। কিপার-ব্যাটসম্যান হোপ গত বছর আঞ্চলিক সুপার ফিফটি কাপে বারবাডোজকে নেতৃত্ব দিয়েছিলেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের ওয়ানডে ক্যারিয়ার রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১০৪ ম্যাচে ৪৮.৯৫ গড়ে রান ৪ হাজার ৩০৮। সেঞ্চুরি ১৩টি আর ফিফটি ২১টি। ব্যাটিং অলরাউন্ডার পাওয়েলের অধিনায়কত্বের ভালো অভিজ্ঞতা আছে। গত বছর তার নেতৃত্বে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জেতে জ্যামাইকা তালাওয়াহস। তিন বছর ধরে তিনি দলটির অধিনায়ক। গত বছর জ্যামাইকার আঞ্চলিক সুপার ফিফটি কাপের শিরোপা জয়েও নেতৃত্ব দেন পাওয়েল। এ ছাড়া বিভিন্ন সময়ে ওয়েস্ট ইন্ডিজকে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ২৮ ফেব্রুয়ারি টেস্ট দিয়ে। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৬, ১৮ ও ২১ মার্চ হবে তিনটি ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টি হবে ২৫, ২৬ ও ২৮ মার্চ।