অনলাইন ডেস্ক :
রায়হান রাফী পরিচালিত ছবি ‘দামাল’ মুক্তির আর বাকি দু’দিন। আগামীকাল শুক্রবার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে একাধিক হলে অগ্রিম টিকেট নিচ্ছেন দর্শক। মুক্তির আগে প্রচার প্রচারণায় দর্শকদের তুমুল আগ্রহে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল মঙ্গলবার প্রকাশিত ‘দামাল’ ছবির টাইটেল গান। গানটি বলে দিচ্ছে, একদল হার না মানা মানুষের গল্প। মূলত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করতে নির্মাণ করা হয়েছে টাইটেল গানটি। ইউটিউবে প্রকাশিত গানটি ইতোমধ্যে দর্শকদের নজরে এসেছে। অনেকেই গানটি দেখে মন্তব্যে বলছেন, পরিচালক রাফী বাংলা সিনেমার বিপ্লব ঘটাতে পারেন! গানে মিমের ফিটনেসেরও প্রশংসা করছেন দর্শক। সেইসঙ্গে সিয়াম-রাজের প্রশংসা তো আছেই! তবে বেশিরভাগ দর্শক বলছেন, গানটি পুরাই আগুন! এতে করে ছবি দেখার আগ্রহ আরও বেড়েছে। পরাণ-খ্যাত নির্মাতা রায়হান রাফী আগেই জানিয়েছেন, গানটি মূল সিনেমায় থাকবে না। প্রচারণার জন্যই নির্মাণ করা হয়েছে গানটি। দামাল’র এই টাইটেল গানেতে অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম, রাজ, সিয়াম, সুমিত,, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত আরাফাত মহসিন নিধি। গানটি গেয়েছেন ক্রিপটিক ফেট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং ঐশী। মুক্তিযুদ্ধ কালীন একটি ফুটবল দলের গল্পকে কেন্দ্র করে নির্মিত দামাল ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ