April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 7:59 pm

আলোচনায় পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

অনলাইন ডেস্ক :

আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে পাকিস্তান দলের খেলোয়াড়রা কোন জার্সি পরে খেলবেন তা প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে। বাবর আজমদের নতুন সেই জার্সির নাম দেওয়া হয়েছে ‘থান্ডার জার্সি’। জার্সির রঙ ও ডিজাইন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। পাকিস্তানের জার্সি সম্পর্কে দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া বলেন, ‘পাকিস্তানের এই জার্সির মাথামুন্ডু বুঝতে পারছি না। দেখে ঠিক তরমুজের মতো লাগছে। মোবাইলে ‘ফ্রুট নিঞ্জা’ বলে একটা গেম রয়েছে। সেখানে ফল কাটতে হয়। মনে হয়, ওরা খরমুজ আর তরমুজ একসঙ্গে মিশিয়ে ফেলে জার্সি তৈরি করেছে। পরিস্কার সবুজ বা গাঢ় সবুজ হওয়ার দরকার ছিল। জার্সি দেখে মনে হচ্ছে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ’ভারতের বিশ্বকাপ জার্সিও পছন্দ হয়নি কানেরিয়ার, ‘ভারতের জার্সিটাও পছন্দ হয়নি। বড্ড হালকা রঙ রয়েছে। আর একটু গাঢ় হতে পারত। জার্সির রঙ অনুজ্জ্বল হলে দলটাকেও অনুজ্জ্বল লাগে। ভারতের বোলিং দেখলেই সেটা বুঝতে পারবেন। ’