November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 9th, 2021, 7:29 pm

আলোচনায় সোহানা সাবা

অনলাইন ডেস্ক :

এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। সিনেমায় ব্যস্ততার মধ্যে তিনি ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মেও কাজ করছেন। সম্প্রতি ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সাবা অভিনীত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘বলি’। এ সিরিজে কাজের জন্য দর্শকের প্রশংসায় ভাসছেন সাবা। যারাই সিরিজটি দেখছেন তার অভিনয়ের তারিফ করছেন। ভালোবাসায় সিক্ত হচ্ছেন সোহানা সাবা। ‘বলি’তে সাবার চরিত্রের নাম ‘আনারকলি’। এ চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে সাবা বলেন, ‘ওয়েব সিরিজটির শুটিং করেছি গত সেপ্টেম্বরে। তবে তারও তিন মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। চরিত্রের কস্টিউম, মেকআপ, গেটআপ সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে শুটিং করতে গিয়েছি। কুয়াকাটার দুর্গম অঞ্চলে শুটিং করেছি। এক থেকে দেড় ঘণ্টা সময় লাগত লোকেশনে যেতে। ইউনিটের সবাই নিজেদের অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে কাজ করেছে। তাই কাজটাও ভালো হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ওয়েব সিরিজে অভিনীত সাবার চরিত্রটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক আমার চরিত্রটি দারুণভাবে গ্রহণ করেছে। শুরু থেকেই কাজটির জন্য দর্শকের প্রশংসা পাচ্ছি।’ ‘বলি’ ওয়েব সিরিজে সোহানা সাবার সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহেল রানা, সাফা কবির, সালাহউদ্দিন লাভলু, জিয়াউল হক পলাশ, নাসির উদ্দিন খান, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, মৌসুমী মৌ প্রমুখ। সিরিজটির কাহিনি লিখেছেন নাসিফ ফারুক আমিন ও জাহিন ফারুক আমিন। এদিকে জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরিচালনা করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসম্ভব’। এ ছবিতেও অভিনয় করছেন সাবা। ইতোমধ্যে মানিকগঞ্জে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। ছবিটিতে নিজের চরিত্র ও অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করা হচ্ছে। গল্পের দুটো অংশ আছে। একটি অংশে যাত্রা আর অন্য অংশে সাধারণ পরিবারের গল্প। আমি সেই পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি।’ তিনি আরও বলেন, ‘মাসিমার (জ্যোৎস্না বিশ্বাস) সঙ্গে অনেক আগে কাজ করেছিলাম। এতদিন পর কাজ করে ভালো লাগছে। তাদের বাড়িতে শুটিং করেছি। শুটিংয়ে আনন্দও পেয়েছি।’ ‘অসম্ভব’ ছবিতে সোহানা সাবা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, স্বাগতা, গাজী আবদুন নূর, শতাব্দী ওয়াদুদ, জ্যোৎস্না বিশ্বাস, অরুণা বিশ্বাস প্রমুখ। ছবিটির পরবর্তী লটের শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। সোহানা সাবা অভিনয় করেছিলেন ‘টুইন রিটার্নস’[ ওয়েব সিরিজে। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামার বাড়ি’র ব্যানারে সিরিজটি নির্মিত হয়। নতুন কাজের বিষয়ে তিনি বলেন, ‘যখনই কাজের পরিকল্পনা করি তখনই বেড়ে যায় করোনার প্রকোপ। এখন অতিমারির প্রভাব কমায় আমার ব্যস্ততা বেড়েছে। তবে কয়েকটি কাজের পরিকল্পনা আছে। সঠিক সময়ের অপেক্ষা করছি।’ এদিকে সোহানা সাবা অভিনীত আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির শুটিং বাকি আছে। সম্প্রতি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মাসুমা তানির ‘একটি বিশেষ দিন’।