November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 2nd, 2021, 10:41 am

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

অনলাইন ডেস্ক :

বুধবার (২ জুন) ভোরে সাভারের আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল, তার মেয়ে আট বছরের আফিয়া, স্ত্রী রেনু বেগম এবং বাড়ির আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম, ভাড়াটিয়া হাতিম (৩৫) ও তার স্ত্রী আদুরী (২৮)

প্রতিবেশীরা জানান, ভোরবেলা হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজে ঘুম ভাঙে সবার। পরে উঠে দেখেন চারদিকে আগুন। ভবনে থাকা চারজনের শরীরে আগুন লাগলে সবাই মিলে নিভিয়ে ফেলেন। পরে ওই ছয়জনকে হাসপাতালে নেয়া হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা ঘটেছে ভোর ৫টার একটু পরে। আমাদের খবর দেয়া হয়েছে আরও পরে। আমরা গিয়ে অগ্নিদগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে গ্যাসের চুলা থেকে কিংবা টয়লেটের গ্যাস ঘরে জমেছিল। ভোরবেলা রান্নার সময় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।’