November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:42 pm

আসছে ঈদে আবদুল হাদীর ‘অমর গান’

অনলাইন ডেস্ক :

বাংলা সংগীতের কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০০০ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। তার গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কয়েকটি হলো- ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনোদিন আমারে তো কথা দিল না’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, পৃথিবীর পান্থশালায়’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ¦লছি মাগো’, ‘আছেন আমার মোক্তার’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’ ইত্যাদি। অনেকদিন ধরেই অনিয়মিত তিনি গানের আঙিনায়। তবে সুখবর হলো আসছে রোজার ঈদে গান নিয়ে ফিরছেন তিনি। তার জন্য এই গানের আয়োজন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান। মুহিনের কাছে বিশেষ শ্রদ্ধার মানুষ সৈয়দ আবদুল হাদী। তার গায়কী, ব্যক্তিত্ব মুগ্ধ করে মুহিনকে। প্রিয় শিল্পীর জন্য গান তৈরি করতে পেরে তিনি আনন্দিত। মুহিন জানালেন, তার সুর ও সংগীতে সৈয়দ আবদুল হাদীর গাওয়া গানের শিরোনাম ‘অমর গান’। এ গানের কথা লিখেছেন জামাল হোসেন। সম্প্রতি এই গানের রেকর্ড শেষ হয়েছে। গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। ঈদ উপলক্ষে গানটি দেখা যাবে রঙ্গন মিউজিকের ব্যানারে। গানের কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি গল্প বাছাই করা হয়েছে ‘অমর গান’র ভিডিওর জন্য। সেই ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মুহিন খান বলেন, ‘সৈয়দ আবদুল হাদী স্যারের সঙ্গে গান করার অনুভূতি সবসময়ই অসাধারণ। এটা বলে বুঝানো যাবে না। খুব চমৎকার কথামালায় আমরা ‘অমর গান’ তৈরি করেছি। স্যারের কণ্ঠে এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি আমি।’ মুহিন খান নিয়মিতই গান করে যাচ্ছেন। গাওয়ার পাশাপাশি তিনি সুর-সংগীতেও নিয়মিত। দেশের প্রায় সব কিংবদন্তি ও জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সঙ্গে গান করেছেন তিনি। কুমার শানু থেকে শুরু করে বিদেশি অনেক শিল্পীদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।