অনলাইন ডেস্ক :
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সিটাডেল’-এর প্রিমিয়ার হবে এপ্রিলেই। প্রিমিয়ারের জন্য এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন দুই তারকা। এই মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে শোটি। শোতে প্রিয়াঙ্কা এবং রিচার্ড দুজনকেই স্পাই এজেন্টের ভূমিকায় দেখা যাবে, যারা গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলের জন্য কাজ করেন। সিরিজের ট্রেলারটি কিছুদিন আগে প্রকাশ হয়েছে। প্রকাশের পরই ইন্টারনেটে ভাইরাল হয়েছে সিরিজটি। রিচার্ড এবং প্রিয়াঙ্কার রসায়ন এবং স্পাই ড্রামা থ্রিলারের জন্য ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিটাডেলের প্রথম দুটি পর্ব ২৮ এপ্রিল প্রিমিয়ার হবে এবং পরের প্রতিটি পর্ব প্রতি শুক্রবারে প্রচারিত হবে ২৬ মে পর্যন্ত। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে পাওয়া যাবে। এজিবিও ব্যানারে অ্যাকশন স্পাই থ্রিলার সিটাডেলের নির্মাতা রুশো ব্রাদার্স। অ্যাকশন থ্রিলার টেলিভিশন সিরিজটির মোট ছয়টি পর্ব আসবে। সিরিজের গল্পটি ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া সিনকে (প্রিয়াঙ্কা চোপড়া) ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন, এমন দুজনের চরিত্রে অভিনয় করছেন তারা। ছয় পর্বের সিরিজটির ইটালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে প্রাইম ভিডিওতে। রাজ এবং ডিকে পরিচালিত ইন্ডিয়ান সিটাডেলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। এ ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে সিটাডেল নির্মিত হবে। সূত্র : ইন্ডিয়া টুডে
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ