June 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 30th, 2024, 8:55 pm

আসছে জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’

অনলাইন ডেস্ক :

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রটি। সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক নিজেই। চলচ্চিত্রটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে বলেও জানান এই পরিচালক। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’ তিনি জানান, ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর।

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ। উল্লেখ্য, সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল। জানা যায়, সিনেমাটি আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল প্রযোজনা করেছেন। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফরম চরকি।