April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 28th, 2022, 7:45 pm

আসছে ৪ নভেম্বর দেখা যাবে ‘বোধ’

অনলাইন ডেস্ক :

আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচারবোধের প্রতি ছিল তাঁর অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তাঁর বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘বোধ’। এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান স¤্রাট প্রমুখ। অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে এটি মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে। এই কাজ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী জানালেন, ‘যারা কাজ করেছেন তারা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তাদের সাথে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের পারফরম্যান্স আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আশা করি সিরিজটি দর্শকের ভালো লাগবে।’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিন ফারুক আমিন। চিত্র-নির্দেশনা করেছেন তুহিন তামিজুল এবং সংগীত নির্দেশনায় আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।