September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 21st, 2024, 8:20 pm

আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের দেখতে পিলখানা হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও শিক্ষার্থীদের দেখতে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তরে আহত সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় তাদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন তিনি। এছাড়াও বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন।

আন্দোলন চলাকালে তিন বিজিবি সদস্য প্রাণ হারান যাদের মধ্যে দুইজন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত ছিলেন। এছাড়াও ১৩০ জন আহত হন,যাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়ে ঢাকার বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন এখনও চিকিৎসাধীন।

আহত বিজিবি সদস্যরা ছাড়াও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থী হাসপাতালটিতে চিকিৎসাধীন। আরও তিন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—-ইউএনবি