অনলাইন ডেস্ক:
স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নাটকীয়ভাবে জয় পেয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার রাতে ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে জিম্বাবুয়ে ৩ রানে হারিয়েছে আইরিশদের। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। রেগিস চাকাবা ২৮ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৯টি রান আসে ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে। এ ছাড়া ক্রেইগ আরভিন ১৭ ও রায়ান বার্ল ১২ রান করেন। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়াং ও সিমি সিং ২টি করে উইকেট নেন। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৭ উইকেটে ১১২ রানে পৌঁছে আয়ারল্যান্ড। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬ রান। তবে আইরিশরা নিতে পেরেছে মাত্র ২ রান। রিচার্ড এনগারাভার করা সেই ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি সিমি সিং। তৃতীয় বলে এক রান নেন তিনি। এরপর টানা দুই বলে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। তবে ১ রানের বেশি নিতে পারেননি ব্যাটসম্যান সিমি সিং। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে স্বাগতিকরা। আয়ারল্যান্ডের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করেন। তার মধ্যে সিমি সিং অপরাজিত ২৮, কেভিন ও’ব্রায়েন ২৫ ও পল স্টার্লিং ২৪ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জংউই। ম্যাচসেরা নির্বাচিত হন রেগিস চাকাবা। সূত্র: ক্রিকবাজ
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা