April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 8:28 pm

ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব মিরাজকে

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারের সুসময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত পারফর্ম করে যাওয়ায় জাতীয় দলে তার জায়গা পাকা হয়ে গেছে। এবার তিনি ইংলিশ কাউন্টির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেলেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পেতে চায় কাউন্টি দল ওয়ারউইকশায়ার। মিরাজেরও ইচ্ছে আছে কাউন্টিতে খেলার অভিজ্ঞতা অর্জনের। সদ্যঃসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরাজের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট। মূলত এই লিনটটই মিরাজকে কাউন্টি খেলার প্রস্তাব দেন।

দারুণ সুযোগ পেয়ে মিরাজ ‘না’ বললেনি। তবে সব কিছুই নির্ভর করছে জাতীয় দলের খেলা থাকার ওপর। আন্তর্জাতিক বিরতি পেলে কাউন্টিতে কয়েকটা ম্যাচ খেলতে চান বলে সংবাদমাধ্যমকে বলেছেন মিরাজ। ইংল্যান্ডে ‘ওয়ান ওয়ানডে কাপ’ শুরু হবে ১ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। কয়েক দিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে টিম টাইগার। আপাতত ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছেন। আগামী ১০ জুন তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগান দল। এরপর মিরাজ কাউন্টি খেলার সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।