November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 7:22 pm

ইংলিশ ক্লাব চেলসির নিয়ন্ত্রণ ছাড়লেন রাশিয়ান ধনকুবের আব্রামোভিচ

অনলাইন ডেস্ক :

চেলসি ইংলিশ ক্লাব হলেও তার মালিক রোমান আব্রাহামোভিচ একজন রাশিয়ান। এতে রোষানলে পড়েছিল ইংলিশ এই ক্লাবটি। এমন অবস্থায় এর অভিভাবকত্ব হস্তান্তর করলেন এই ধনকুবের। ক্লাবটির দেখভালের দায়িত্ব চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে তুলে দিলেন আব্রাহামোভিচ। রাশিয়া হামলা শুরুর পর থেকেই দেশটির ওপর আসতে শুরু করেছে নানা নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা পড়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে আব্রাহামোভিচের ওপরও নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠার পর এই সিদ্ধান্ত জানান ৫৫ বছর এই ব্যবসায়ী। তবে চেলসির মালিকানা এখনো ছাড়েননি আব্রামোভিচ। অবস্থা বেগতিক দেখে চেলসিকে দেখাশোনা করার দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিয়েছেন এই রাশিয়ান ধনকুবের। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আব্রাহামোভিচ বলেন, ক্লাবের মালিক হিসেবে প্রায় ২০ বছরের এই সময়ে আমি সবসময় নিজেকে ক্লাবের একজন অভিভাবক হিসেবে দেখেছি, যার মূল দায়িত্ব এটা নিশ্চিত করা যে আমরা সফল, ঠিক যেমনটা আজ আমরা আছি। একই সঙ্গে ভবিষ্যতের জন্যও ক্লাবকে গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখা।