April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 22nd, 2022, 8:08 pm

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পন্টিং-জয়াবর্ধন

অনলাইন ডেস্ক :

অ্যাশেজে ভরাডুবির কারণে ক্রিস সিলভারউড পদত্যাগ করার পর আর নতুন কোচ খুঁজে পাচ্ছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রুটদের দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কার কোচ হয়ে গেছেন সিলভারউড। কিন্তু ইসিবি নতুন কোচ খুঁজে পাচ্ছে না। এবার জানা গেল, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার দুই সাবেক মহাতারকা রিকি পন্টিং ও মাহেলা জয়াবর্ধনে ইসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ডেইলি মেইল জানিয়েছে, এই মুহূর্তে লংগার ভার্সন এবং সীমিত ওভারের জন্য দুজন কোচ খুঁজছে ইসিবি। ইসিবির পুরুষ ক্রিকেটের নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য পন্টিংকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেন। পন্টিং এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহেলা জয়াবর্ধনেও আছেন আরেক আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে। পন্টিং এবং জয়াবর্ধনে উভয়কেই সীমিত ওভারের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। দুজনের কেউই নাকি ইংল্যান্ডের কোচ হতে রাজি নন। এর আগে ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাম শোনা গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন এবং ইংল্যান্ডের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান নিক নাইটের নামও আছে তালিকায়। তবে সম্প্রতি তিন বছরের চুক্তিতে কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ হয়েছেন গিবসন।