March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:46 pm

ইংল্যান্ডের ৮ পয়েন্ট কাটা গেছে

অনলাইন ডেস্ক :

স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ পয়েন্ট কাটা গিয়েছিল ইংল্যান্ডের। অ্যাশেজের ব্রিসবেন টেস্ট শেষে এমনটাই জানিয়েছিল আইসিসি। তবে ভুল সংশোধন করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ৫ নয়, ৮ পয়েন্ট কাটা গেছে ইংলিশদের। আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে বাড়তি প্রত্যেক ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যাবে। একই সঙ্গে আচরণবিধির ধারা অনুযায়ী, প্রত্যেক ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হবে। সেই হিসাবে ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের একাদশে থাকা সব খেলোয়াড়ের শতভাগ ম্যাচ ফি কাটা গেছে। তবে আইসিসি জানিয়েছে, তাদের হিসাবে ভুল হয়েছে। সংশোধিত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ে ৫ ওভার নয়, ৮ ওভার কম করেছিল ইংল্যান্ড। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। যদিও ম্যাচ ফি কেটে নেওয়ার বিষয়টি একই আছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শনিবার ঘোষণা করা হয়েছিল নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় প্রত্যেক ওভারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের। যদিও ৮ ওভার কম ছিল, তাই আরও ৩ পয়েন্ট হারিয়েছে (ইংল্যান্ড)।’ আইসিসির নতুন এই ঘোষণায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সাতে নেমে গেছে জো রুটরা। ৬ ম্যাচে পয়েন্ট ৬। তাদের বিপক্ষে ব্রিসবেন টেস্ট জিতে নেওয়া অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর সবার ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২৪।