অনলাইন ডেস্ক :
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ ইতালির কামিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নিউ ইয়র্কে প্রতিযোগিতার উদ্বোধনী দিন সোমবার হালেপ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে। ইনজুরির কারণে এই বছর ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি তিনি। কানাডিয়ান ওপেন জয়ী জর্জির সামনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা ছিল অনেকের। তবে র্যাঙ্কিংয়ের ৩৬ নম্বর খেলোয়াড়ের বেশির ভাগ ভুলের সুযোগ কাজে লাগিয়ে পরের ধাপে পা রাখেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ। নবম বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসাও মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তাকে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচের সামনে। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মুগুরুসা জেতেন ৭-৬ (৪), ৭-৬ (৫) গেমে। ইউএস ওপেনের এবার আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসের মতো তারকা। তবে আছেন এই বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচ। মঙ্গলবার ডেনমার্কের হলগা হুনের বিপক্ষে ম্যাচ দিয়ে ছেলেদের এককে অভিযান শুরু করবেন সার্বিয়ান তারকা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা