November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:57 pm

ইউএস ওপেনে খেলা নিয়ে অনিশ্চয়তায় জকোভিচ

অনলাইন ডেস্ক :

কোভিড ভ্যাকসিনে তার প্রবল অনীহা। সাধারণ মানুষ যখন করোনা ভ্যাকসিনের ডবল ডোজ দিয়ে বুস্টার ডোজও সম্পন্ন করেছে, তখনও বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ টিকা নেননি। যদিও তার এমন একগুঁয়েমির কারণে তিনি কম ভুগেননি। এই বছরের শুরুতে টিকা না নেওয়ার কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ভিসা বাতিল হওয়ায় ফিরে আসতে হয়েছিল তাকে। একই কারণের জন্য বছর শেষের গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেনেও খেলা হচ্ছে না জকোভিচের। তাকে খেলতে দেওয়ার আবেদন নিয়ে সই সংগ্রহে নেমেছিলেন সমর্থকরা। মার্কিন টেনিস সংস্থার কাছে তাদের আবেদন ছিল, বাইডেন সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে খেলতে দেওয়া হোক জকোভিচকে। কিন্তু সেই আবেদনে মিলল না সাড়া। আমেরিকার ট্রাভেল নীতি অনুযায়ী, ভ্যাকসিন না নেওয়া সার্বিয়ান টেনিস তারকার সেদেশে ঢোকার অনুমতি পাবেন না। যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যান্যের দেশটিতে ঢুকতে হলে কোভিড টিকা নিতে হবে। এক বিবৃতিতে ইউএস ওপেন কর্তৃপক্ষ জানালেন, গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুসারে, টুর্নামেন্টের প্রথম সোমবারের ৪২ দিন আগে র্যাংকিংয়ের ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী সব খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে পুরুষ ও নারীদের এককের মূল ড্রয়ে প্রবেশ করেছে।’ একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে, ‘ইউএস ওপেনে খেলার জন্য কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। তবে ভ্যাকসিন না নেওয়া বাইরের নাগরিকদের এদেশে প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানকে সম্মান করে আমাদের সংস্থা’