April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 8:19 pm

ইউক্রেনের জন্য পাঁচ কোটি পাউন্ডের ব্রিটিশ প্রতিরক্ষা সহায়তা

অনলাইন ডেস্ক :

নিয়োগ পাওয়ার পর প্রথম কিয়েভ সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করে পাঁচ কোটি পাউন্ড প্রতিরক্ষা সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রতিরক্ষার এই প্যাকেজ ইউক্রেনের আকাশে রাশিয়ার হামলা প্রতিরোধ ব্যবহার করা হবে। পাঁচ কোটি পাউন্ডের প্রতিরক্ষা সহায়তার মধ্যে রয়েছে ১২৫টি অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং ইরানের সরবরাহ করা ড্রোনের হামলা থেকে রক্ষা পেতে কয়েক ডজন রাডার এবং অ্যান্টি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রপাতি। দুই নেতার বৈঠকের পর জেলেনস্কি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন ও যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে।’ ঋষি সুনাক আরও ঘোষণা দেন যে, যুক্তরাজ্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা বাড়াবে এবং পাশাপাশি সামরিক চিকিৎসক ও প্রকৌশলী পাঠিয়ে বিশেষায়িত সমর্থন অব্যাহত রাখবে। এ মাসে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের ঘোষিত ১০০টি অ্যান্টি এয়ার মিসাইল সরবরাহের অতিরিক্ত হিসেবে এসব সহায়তা দেওয়া হবে। ঋষি সুনাক তার সফরের সময় সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর হামলায় ব্যবহৃত কিছু ইরানি ড্রোন দেখেন যা ইউক্রেন আটক করতে সমর্থ হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই ইউক্রেনের পাশে যেভাবে যুক্তরাজ্য দাঁড়িয়েছে সেজন্য আমি গর্বিত। আর আজ আমি এখানে এটা বলার জন্য যে, যুক্তরাজ্য শান্তি আনার লক্ষ্যে বীভৎস যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের পাশে সব সময় থাকবে।’ ঋষি সুনাকের এই প্রতিশ্রুতি এমন সময়ে এলো যখন কিয়েভের ভাষ্য অনুযায়ী দেশটির ৫০ শতাংশ জ¦ালানি অবকাঠামো রাশিয়ার অব্যাহত ক্ষেপনাস্ত্র ও বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। এছাড়া সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় এক কোটি ২০ লাখ পাউন্ড সহায়তার কথা ঘোষণা করেন। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার জন্য ৪০ লাখ পাউন্ড সহায়তা। ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে ব্রিটিশ সহায়তার মধ্যে রয়েছে ১০ হাজার জেনারেটর ও ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যা ঠান্ডায় বেকায়দায় পড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া হবে।