April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:59 pm

ইউক্রেনের দক্ষিণাঞ্চল শহরে সিরিজ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসনের নোভা কাখোভকা শহরে সিরিজ বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার দখলে থাকা শহরটিতে চার দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণ। সোমবার রাতে এসব বিস্ফোরণ ঘটে। সিএনএন জানিয়েছে, নোভা কাখোভকাতে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ বাঁধ রয়েছে। উত্তর ক্রিমিয়া খাল দিয়ে ক্রিমিয়াতে পানি সরবরাহের যোগসূত্রও শহরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর রাতের আকাশে গোলাকার আগুন জ¦লছে। ইউক্রেনীয় খারসন আঞ্চলিক কাউন্সিলের সদস্য সেরহি কহলান জানান, নোভা কাখোভকাতে রাশিয়ার একটি অস্ত্র গুদাম ধ্বংস হলো। তারা দিনের পর দিন অস্ত্র মজুদ করছিল। এখন সব রাতের আকাশে আতশবাজি হয়েছে। খারসনে অবস্থান না করা এই কর্মকর্তা শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেছেন বাইরে বের না হওয়ার জন্য। তিনি বলেছেন, ‘নিজেদের খেয়াল রাখুন। বিস্ফোরণস্থলের কাছাকাছি কেউ আসবেন না। ‘এদিকে রুশ সমর্থিত খারসনের সামরিক-বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমউসভ দাবি করেছেন, ইউক্রেনের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেনি। গুদামে রাখা পটাসিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে। যদিও স্বতন্ত্রভাবে বিস্ফোরণের কারণ বা এতে ধ্বংসের পরিমাণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : সিএনএন