April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 2nd, 2023, 8:33 pm

ইউক্রেনের বাখমুতে প্রাণ হারিয়েছেন ২০ হাজার সেনা!

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়ার ২০ হাজার সেনাসদস্য নিহত এবং অন্তত ৮০ হাজার সেনাসদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। গত ৫ মাসে এসব সেনাসদস্য প্রাণ হারিয়েছেন দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘গোপন সূত্রে তারা জানতে পেরেছেন এ সময়ের মধ্যে আরও ৮০ হাজার সেনা আহত হয়েছেন।

নিহতদের মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সদস্য।’ বাখমুতে রুশ সেনাদের হতাহতের বিষয়ে জন কিরবি আরও বলেন, ‘ডনবাসের বাখমুতে রাশিয়ার অভিযান ব্যর্থ হয়েছে। আমরা ধারণা করছি রাশিয়ার প্রায় ১ লাখ সেনা হতাহত হয়েছেন। এরমধ্যে হামলায় অংশ নেওয়া ২০ হাজার মৃত সেনা রয়েছেন।’ তবে বাখমুতে ইউক্রেনের কতজন সেনা হতাহত হয়েছেন সেই তথ্য না জানিয়ে কিরবি বলেন, ‘ইউক্রেনীয়রা এখানে ভিকটিম। রাশিয়া আগ্রাসনকারী।’ কিরবির এই দাবি কতটা সত্য তা অবশ্য যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

গত বছর থেকেই ডনবাস প্রদেশের বাখমুত শহরের দখল নিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর গত এক বছরে এই বাখমুতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক মানুষ রয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা জানান, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কী এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এই শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। ইউক্রেনের সেনারা বাখমুত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশ অনুযায়ী তারা এখনো সেখানে রয়েছেন। এখন তারা মূলত চাইছেন, যতটা সম্ভব রুশ বাহিনীর ক্ষতি করতে।