November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 18th, 2022, 8:58 pm

ইউক্রেনের রাজধানী ও লভিভের উপকণ্ঠে রুশ হামলা

অনলাইন ডেস্ক :

ক্রেমলিনের চলমান হামলার তদন্তে বিশ্ব নেতাদের চাপের মুখে শুক্রবার আবারও ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

লভিভের উপকণ্ঠে সকালের এই হামলাটি ছিল শহরের কেন্দ্রে এখন পর্যন্ত সবচেয়ে নিকটস্থ হামলা।

বিস্ফোরণের পর ঘণ্টার পর ঘণ্টা কালো ধোঁয়া উড়েছিল শহরটিতে।

শহরটির আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, কেন্দ্র থেকে মাত্র ছয় কিলোমিটার (চার মাইল) দূরে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সামরিক বিমান মেরামতের একটি স্থানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ পরপর একাধিক বিস্ফোরণ ঘটে।

ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, তবে ইউক্রেনের বিমান বাহিনীর পশ্চিমী কমান্ড বলছে, তারা ভলিতে ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি গুলি করেছে।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, একটি বাস মেরামতের স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।