November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:51 pm

ইউক্রেনে ইরানের ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

অনলাইন ডেস্ক :

লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন চলা অবস্থায় ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ন্যাটোর নেতারা বৈঠকে বসার আগেই বড় ধরনের হামলা হয়। তবে অধিকাংশ ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার ভোরে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে ড্রোন প্রতিহত করা হয়েছে। হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। কিয়েভের সামরিক প্রশাসকের প্রধান সেরিহি পপকো বলেছেন, ইউক্রেনে রুশ ফেডারেশনের পূর্ণ মাত্রায় হামলার ৫০৪ তম দিন। শত্রুরা রাজধানীতে আবারও হামলা শুরু করেছে। এদিন কিয়েভে টানা দুই ঘণ্টার বেশি সময় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজে।

লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় শহরের সামরিক প্রশাসন। রাশিয়া আগের দিন মঙ্গলবার ভোরের দিকেও কিয়েভ ও অন্যান্য স্থানে বড় ধরনের হামলা চালায়। এতে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহারের অভিযোগ করেছে জেলেনস্কির প্রশাসন। ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী ২৮টির মধ্যে ২৬টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হওয়া ন্যাটোর সম্মলনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে সম্ভবত। রুশ ড্রোন হামলায় ওডেসা বন্দর নগরীর অবকাঠামো এবং শস্য টার্মিনালও বাদ যায়নি। সূত্র: আল জাজিরা