অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ দিনে রবিবার ভোরে রাজধানী কিয়েভের দক্ষিণে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় খবরটি নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এবং নিকটবর্তী শহর ভাসিলকিভের মেয়র জানায়, রাজধানী থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণে জুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি তেল ডিপো থেকে ভোরের দিকে আগুনের শিখা বাতাসে ছড়িয়ে পড়ে।
রুশ বাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে বলেও প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে।
ধোঁয়া থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে পরামর্শ দিয়েছে শহরটির স্থানীয় প্রশাসন।
দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমাদের দেশকে মুক্ত করার জন্য যতদিন প্রয়োজন আমরা লড়াই করব।’
এদিকে রাজধানী কিয়েভে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ অব্যাহত রাখা হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, ইতোমধ্যে এক লাখ ৫০ হাজারে বেশি ইউক্রেনীয় পোল্যান্ড, মলদোভা এবং অন্যান্য প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছেন। যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সংখ্যা ৪ মিলিয়নে বাড়তে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক