অনলাইন ডেস্ক :
সম্প্রতি রুশ অভিযানে ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হন। গত বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার গত মঙ্গলবার রাশিয়া নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে অভিযানে অংশ নেয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ভেতরে থাকা ছয়জনের সবাই নিহত হন।
তবে হেলিকপ্টার দুটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাখমুতের পাশে ক্রামাতোর্স্কের কাছে হেলিকপ্টার দুটি পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্টরা। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সামরিক কর্মকর্তা ছিলেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু