অনলাইন ডেস্ক :
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে এ আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃবিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট তিনটি দাবির কথা তুলে ধরেছেন, সেগুলো হলো-বেসামরিক নাগরিক এবং তাদের বাসস্থানের ওপর সব ধরণের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামো, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে কিয়েভের দক্ষিণে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান।
বিবৃবিতে বলা হয়, পুতিন আশ্বস্ত করেছেন যে তিনি এই তিনটি বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে ইচ্ছুক।
এর আগে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় শহরগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে না। এছাড়া বেসামরিক জনগণের জন্য কোন হুমকি নেই বলেও জানায় তারা।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২