ভারত তার নিজেদের নাগরিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আমরা একজন বাংলাদেশি নাগরিককে সরিয়ে নিয়েছি এবং একজন নেপালি নাগরিকের কাছ থেকে সরিয়ে নেয়ার অনুরোধ পেয়েছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, প্রতিবেশি দেশগুলো ভারতের কাছ থেকে তাদের নাগরিক সরিয়ে নেয়ার জন্য সহায়তা চেয়েছে।
বাগচি বলেন, ভারত পরামর্শ জারি করার পর থেকে ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেন সীমান্ত ছেড়েছে এবং আগামী দিনে আরও বেশি লোক ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২