April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 8:36 pm

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক :

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেঙ্কভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলোর ইউনিট তাদের মিশন সম্পন্ন করেছে ; তারা ইতোমধ্যে রেল ও অটোমোবাইল পরিবহন শুরু করেছে এবং আজ তাদের গ্যারিসনে স্থানান্তর শুরু করবে। সামরিক বহরের অংশ হিসেবে পৃথক ইউনিট প্যারেড করতে করতে ফিরবে। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী মহড়াসহ বেশ কয়েকটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন করা হয়েছে। তবে কিছু অনুশীলন এখনও চলছে। সশস্ত্রবাহিনী প্রশিক্ষণের জন্য বিশাল আকারের মহড়া চালিয়ে যাচ্ছে। এতে সামরিক জেলা, নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোহ, যে কোনো সময়কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া।