April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 7:47 pm

ইউপি নির্বাচনে সবসময়ই ঝগড়াঝাটি হয়েই থাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবসময়ই ঝগড়াঝাটি হয়েই থাকে।’

তিনি বলেন, ‘পুলিশ পুলিশের কাজটি করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। ইউপি নির্বাচন সবসময়ই আপনারা দেখে আসছেন, গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এটাতে সবসময়ই একটা ঝগড়াঝাটি হয়েই থাকে।’

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

এই সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন, সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা নিতে বলা হয়, সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের যেটা হয়েছে, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং যারা দোষী ব্যক্তি, তাদেরকে এরেস্ট করে ফেলেছে।’

‘যারা এ চক্রান্তের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

—ইউএনবি