নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাশগাড়ীতে বৃহস্পতিবার সকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। উপজেলার ১নং ওয়ার্ড বাশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া (৪৫) বাশগাড়ি গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলামের সমর্থক।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে বাশগাড়ী ইউপি কমপ্লেক্সে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের সমর্থকরা দুলুকে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায় বলে ওসি জানিয়েছেন।
এদিকে, সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে বিভিন্ন পদের জন্য ৪১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করলেও ভোট হচ্ছে ৮৩৫টিতে। সাতটির ভোট স্থগিত এবং একটির ভোট বাতিল করেছে ইসি। পাঁচটিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৮১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশব্যাপী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ হাজার ৩১০ জন প্রতিদ্বন্দ্বীসহ মোট ৪১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাদেশের ৮ হাজার ৪৯২টি ভোটকেন্দ্রের অধীনে প্রায় ১ কোটি ৬৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন ও হিজরা ভোটার ১৬ জন।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি