অনলাইন ডেস্ক :
চলতি বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে ইউরো ব্যবহারকারী দেশগুলোতে মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর ডয়েচে ভেলের। ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হওয়ায় পুরো জোটের ওপর এই প্রভাব পড়েছে বলে জানা গেছে। আগস্টে ইউরোপীয় ইউনিয়নের মুল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা পঞ্চম মাস ইউরোপীয় ইউনিয়নের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এক বছর আগে ইউরোপীয় ইউনিয়নের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৬ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক মুল্যস্ফীতির হার সেপ্টেম্বরে ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগস্টে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১ শতাংশ। এ ছাড়া গত বছরের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ৩ দশমিক ৪ শতাংশ। ছোট এবং মাঝারি ব্যবসায়কে সহায়তা করতে ইউরোপীয় কমিশন মঙ্গলবার ৪০ বিলিয়ন ইউরো (৩৯ দশমিক ২ বিলিয়ন ডলার) সহায়তার প্রস্তাব করেছে। ইইউ নেতারা বৃহস্পতিবার (২০ অক্টোবর) এসব প্যাকেজ নিয়ে আলোচনায় বসবেন।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ