অনলাইন ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি বৃহত্তম কারাগারে শনিবার প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্রের সাথে যুক্ত গ্যাংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কারাগারের ভিতরে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় আট ঘণ্টা ধরে সংঘর্ষ চলে এবং পরে বিকালে কারাগারের অন্য একটি অংশে নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়।
প্রেসিডেন্টের মুখপাত্র কার্লোস জিজোন রাতে জানিয়েছেন, ‘পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় ৯০০ পুলিশ কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।’
এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছিলেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২