April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 12:03 pm

ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্পে ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক :

ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। শনিবার স্থানীয় সময় ১২ টা ১২ মিনিটে প্রায় ৪১ মাইল মাটির গভীরে ভূমিকম্প অনুভূত হয়। । ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল পেরু সীমান্তবর্তী ইকুয়েডরের বালাও পৌরসভায়।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় ১৩ জনের প্রাণহানির খবর জানিয়েছে। অন্যদিকে ইকুয়েডর সীমান্তবর্তী পেরুতে একজন নিহত হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় বেশ কিছু সংখ্যক আহতের খবর জানিয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো আল ওরো শহরে গিয়েছেন। সেখানে তিনি হাসপাতালে আহতদের দেখেন। এরপর সেখান থেকে তিনি আজুয়ায় যাবেন।
এরআগে তিনি জনগণের প্রতি শান্ত এবং ভবন ক্ষতিগ্রস্তের ব্যাপারে অফিশিয়ালি তথ্য সম্পর্কে অবহিত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় মানাবি ও এসমারেলডাস প্রদেশে ৭.৮ তীব্রতার এক ভূমিকম্পে ৬৭৩ জন নিহত হয়। ক্ষতির পরিমাণ ছিল তিনশ কোটি ডলার।