April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:45 pm

ইঞ্জুরিতে ছিটকে গেলেন দিয়াজ

অনলাইন ডেস্ক :

হাঁটুর ইঞ্জুরিতে অন্তত ১০ ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। গত রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন দিয়াজ। ম্যাচটিতে অল রেডসরা ৩-২ গোলে পরাজিত হয়। কাতার বিশ্বকাপের আগে ব্যস্ত সূচিতে দিয়াজের অনুপস্থিতিতে লিভারপুল বেশ দুঃশ্চিন্তাতেই পড়েছে। এমিরেটস স্টেডিয়ামের প্রথমার্ধ্বে ৪২ মিনিটে ইঞ্জুরিতে পড়ে মাঠ ত্যাগে বাধ্য হন দিয়াজ। তার স্থানে নামা রবার্তো ফিরমিনো লিভারপুলকে দ্বিতীয়বার সমতায় ফিরিয়েছিলেনও। তবে লিভারপুলের হার অবশ্য এড়ানো যায়নি কোনোভাবেই। দিয়াজ ছাড়াও আর্সেনালের বিপক্ষে গোঁড়ালির ইঞ্জুরিতে পড়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নোল্ড। তার ইঞ্জুরির মাত্রা নির্ণয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বলে নিশ্চিত করেছে ক্লাব সূত্র। চিকিৎসা ও পুনর্বাসন যদি পরিকল্পনা মাফিক হয় তবে আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে বিশ্বকাপের পর শুরু হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচে দিয়াজকে আবারো মাঠে দেখা যাবে। এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও সাউদাম্পটনের বিপক্ষে খেলতে হবে লিভারপুলকে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্স, আয়াক্স ও নাপোলির বিপক্ষেও দিয়াজকে পাবে না অলরেডরা।