April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 7:42 pm

ইতালিয়ান কাপ: দুই মিলানের গোলশূন্য ড্র

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলান ও ইন্টার মিলানের কেউই জিততে পারেনি। সান সিরোর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফেব্রুয়ারির শুরু থেকে সব ধরনের প্রতিযোগিতায় ইন্টার গত সাত ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে। আর এ কারনেই বর্তমান সিরি-এ চ্যাম্পিয়নরা লিগেও শীর্ষস্থান হারিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে লিভারপুলের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে। এ ছাড়া টানা চতুর্থ ম্যাচে কোন গোলও করতে পারেনি ইন্টার। এনিয়ে ৪০০ মিনিটেরও বেশী সময় ধরে নেরাজ্জুরিরা গোল করতে ব্যর্থ হয়েছে। কাল ম্যাচ শেষে ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘আমার গত কয়েকদিনে অনেক বেশী ম্যাচ খেলেছ। এখন আমাদের নতুন করে আবারো সবকিছু গড়ে নিতে হচ্ছে। আমরা প্রতিদিনই এসব নিয়ে কাজ করে যাচ্ছি। এখনো আমাদের দলের আক্রমনভাগ সেরা, অন্তত আমি সেটাই মানি। চার ম্যাচ ধরে গোল করতে ব্যর্থ হওয়ায় অবশ্যই আমরা অস্বস্তিতে রয়েছি। কিন্তু আশা করছি আবারো গোলের ধারায় আমরা ফিরতে পারবো। আমি মনে করি এই মুহূর্তে আমরা যে পজিশনে আছি এটা স্বাভাবিক। এমন হতেই পারে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। কিন্তু এখন আমরা শারিরীক ও মানসিক শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ সান সিরোতে উভয় দলই সুযোগ পেয়েছে। কিন্তু কোন দলই গোলরক্ষককে বিপদে ফেলতে পারেনি। ইন্টারের সামির হানডানোভিচ দ্বিতীয়ার্ধের শুরুতে রাফায়েল লিওর কার্লিং শট রুখে দেন। ২০০৩ সালের পর থেকে মিলান কাপ শিরোপা জয় করতে পারেনি। অন্যদিকে ২০১১ সালে সর্বশেষ সপ্তম শিরোপা জয়ের পর থেকে সেমিফাইনালের গন্ডি পার করতে পারেনি ইন্টার। নভেম্বরে সিরি-এ ডার্বিতে ১-১ গোলে ড্র করেছিল ইন্টার ও এসি মিলান। এরপর তিন সপ্তাহ আগে ফরাশি অভিজ্ঞ স্ট্রাইকার অলিভার গিরুদের দুই গোলে লিগের দ্বিতীয় ডার্বিতে মিলান ২-১ গোলে জয়ী হয়। লিগ কাপের দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১১ মে।