অনলাইন ডেস্ক :
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে প্রথম মৌসুমটা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার। পিএসজির জার্সিতে গত মৌসুমে মোট ১১টি গোল করতে পেরেছেন তিনি। তবে আগামাী মৌসুমে মেসিকে সেরা ফর্মে দেখা যাবে বলে মনে করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। লা প্যারিসিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে মেসি রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছে আর গত মৌসুমটা তার সেরা ছিল না। কিন্তু ২০ বছরের বেশি বার্সেলোনায় কাটানোর পর সে নতুন একটা দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন একটা দলে এসেছে। নতুন একটা সংস্কৃতিতে এসেছে। তার পরিবারও এসবের মধ্যে দিয়ে গেছে। এরপর আবার করোনাও আঘাত করেছিল তাকে। ’পিএসজি সভাপতি আরো বলেন, ‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। কিন্তু আগামী মৌসুমে আমরা ইতিহাসের সেরা মেসিকে দেখব।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা